কাতারে বেপরোয়া গাড়ির চাপায় ৩ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু
অনলাইন ডেস্ক: কাতারে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে এক বেপরোয়া প্রাইভেটকারের চাপায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং বাকি দুইজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।
নিহত শিক্ষার্থীরা হলেন- সিলেটের ইকবাল আহমেদের ছেলে আহমেদ সাফওয়ান (২১), চট্টগ্রামের নুরুল ইসলামের ছেলে ইসরান বিন ইসলাম (২২) ফেনীর ফজলুল হকের ছেলে আজহারুল হক জয় (২১)।
দোহায় প্রবাসী বাংলাদেশিদের সূত্রে জানা গেছে, শনিবার কাতারের স্থানীয় সময় রাতে চার শিক্ষার্থী ঘুরতে বের হলে হাইওয়ে রোডে গাড়ির চাকা নষ্ট হয়ে যায়। পরে তারা ইমার্জেন্সি লাইট জালিয়ে নষ্ট চাকা পরিবর্তন করছিলেন। এসময় দ্রুত গতির একটি প্রাইভেটকার এসে তিনজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। বাকি দুজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তারা মারা যান।
নিহতদের একজন ২০২০ সালে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। তারপর কাতারে পাড়ি জমান। বাকিরা ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একই বছর উচ্চ মাধ্যমিক পাস করেন।
নিহত শিক্ষার্থীরা কাতারে তাদের পরিবারের সঙ্গে বসবাস করতেন বলে জানা গেছে। এদিকে নিহতদের মরদেহ কাতারের দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।