মহাজোটে নয়, এককভাবে ৩০০ আসনে প্রার্থী দিবে জাতীয় পার্টি
অনলাইন ডেস্ক: জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। তবে মহাজোটে নয়, এবার এককভাবে ৩০০ আসনে প্রার্থী দিবে দলটি।
আজ সোমবার বেলা ১২টার দিকে সাংবাদিকদের এই তথ্য জানান জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
জাপা মহাসচিব বলেন, নির্বাচনে যাওয়ার প্রাথমিক কাজ শুরু করেছি। প্রক্রিয়া শুরু করলেও নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয় এটি। নির্বাচনী আস্থা এখনও আসেনি। খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মহাজোটে নয় এবার এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি।
সরকারি দলের সঙ্গে বিএনপির সংলাপ বিষয়ে জাপা মহাসচিব বলেন, সরকারি দল ও বিএনপি কেউ আগ্রহী নয় সংলাপে; তবে এখনও সময় আছে আলোচনায় বসার।
জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই, জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ দল জাপা দাবি করেন চুন্নু।
সোনালী/জেআর