পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মেনন-বাদশা
সোনালী ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ঢাকা-৮ ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা রাজশাহী-২ আসনে পার্টির মনোনয়ন ফরম গ্রহণ করেছেন। শনিবার ফরম সংগ্রহ করেন তারা।
এছাড়াও নুর আহমদ বকুল মেহেরপুর-২ (গাংনী-মেহেরপুর), সংসদ সদস্য- অ্যাড. মুস্তফা লুৎফুল্লা- সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া), প্রাক্তন সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান নড়াইল-২ (লোহাগাড়া-নড়াইল), প্রাক্তন সংসদ সদস্য টিপু সুলতান বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী), ইব্রাহীম খলিল নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া), সবদুল হোসেন খান যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর), জাকির হোসেন পাবনা-৫ (সদর), হাজি বশিরুল আলম কক্সবাজার-১ (চকোরিয়া-পেকুয়া), জহুরুল হক টুটুল বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া), মুজিবর রহমান কুষ্টিয়া-১ (দৌলতপুর), করম আলী ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ), গোলাম নওজব পাওয়ার চৌধুরী টাঙ্গাইল-৭ (মির্জাপুর) ও অ্যাড. নজরুল ইসলাম নড়াইল-১ (কালিয়া-নড়াইল)।
মনোয়ন ফরম উত্তোলন অনুষ্ঠানে কর্মীদের উদ্দেশে রাশেদ খান মেনন বলেন, আসন্ন দ্বাদশ নির্বাচনকে দেশের গণতন্ত্র ও সাংবিধান রক্ষার বর্তমান চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে। মেনন আরও বলেন, বিএনপি-জামায়াত আমেরিকার প্রেসক্রিপশনে আন্দোলন করতে যেয়ে এখন আমছালা দুই-ই হারানোর পর্যায়ে পৌঁছেছে। এখনও সময় আছে দেশের গণতন্ত্র প্রক্রিয়ায় সামিল হতে চাইলে নিঃশর্তে তাদের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। দেশের অপরাপর সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল ও জনগণকে দ্বাদশ নির্বাচনকে সুষ্ঠু প্রক্রিয়ায় এগিয়ে নেয়ার আহবান জানান তিনি।
সোনালী/জগদীশ রবিদাস