জেল হত্যা দিবসে এমপি বাদশার বাণী
স্টাফ রিপোর্টার: রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে বাণী প্রদান করেছেন।
বাণীতে তিনি বলেন, দিনটি বাঙালি জাতির জন্য গভীর বেদনার দিন। পাকিস্তানের দোসর ঘাতকরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ সহযোগী শহিদ তাজউদ্দিন আহমদ, শহিদ সৈয়দ নজরুল ইসলাম, শহিদ ক্যাপ্টেন মনসুর আলী ও শহিদ এ.এইচ.এম কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়।
বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতীয় চার নেতাই স্বাধীনতা যুদ্ধে প্রধান ভূমিকা পালন করেন। স্বাধীনতাবিরোধী জাতীয় শত্রু ও ঘাতকরা রক্তে অর্জিত বাঙালির রাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংসের হীন উদ্দেশ্যেই দেশপ্রেমিকদের হত্যা করেছিল।
এমপি বাদশা জাতীয় শত্রুদের বিরুদ্ধে সচেতন ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতাসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাদর রুহের মাগফিরাত কামনা করেন।