লালপুরে গমখেত থেকে জীবিত নবজাতক উদ্ধার
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে একটি গমক্ষেত থেকে নবজাতক উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরবেলায় নবজাতককে উদ্ধার করা হয়।
জানা যায়, ভোরবেলায় উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ভ্যানচালক বাবুল হোসেন প্রতিদিনের মতো হাঁটতে বের হন। রাধাকান্তপুর হাকিমপীরের আস্তানার পূর্বপাশে গমখেতের মধ্যে একটি শিশুর কান্না শুনতে পেয়ে সেখানে গিয়ে দেখেন প্রিন্টের শাড়ি দিয়ে পেঁচানো পলিথিন বাধা অবস্থায় একটি শিশু। সঙ্গে সঙ্গে তিনি পলিব্যাগ ছিড়ে শিশুটিকে জীবিত অবস্থায় পেয়ে দ্রুত নিজ বাড়িতে নিয়ে আসেন। এরপর শিশুটির সুস্থতার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
শিশুটিকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এসময় কর্তব্যরত ডাক্তার খোরসেদ আলম জানান শিশুটি সুস্থ আছে।
খরব পেয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান হাসপাতালে শিশুটির খোঁজ খবর নেন। এসময় তিনি জানান, আইনি পক্রিয়ার মাধ্যমে শিশুটিকে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা হবে।