ঢাকা | নভেম্বর ২৭, ২০২৪ - ৫:৩৫ পূর্বাহ্ন

মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ১৯ ছাত্রকে বলাৎকারের অভিযোগ

  • আপডেট: Saturday, October 28, 2023 - 9:39 pm

এফএনএস: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ১৯ জন ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে আবদুল আউয়াল (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। এ অভিযোগে শনিবার হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিক্ষার্থীর অভিভাকরা।

অভিযুক্ত আবদুল আউয়াল ওই উপজেলার নিজ শেখ সুন্দর গ্রামের আবদুল মোত্তালিবের ছেলে। তিনি উপজেলার পশ্চিম সারডুবি গ্রামের দারুল উলুম রওজাতুস সুন্নাহ নূরানী তা’লীমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক।

অভিযোগে জানা গেছে, ওই মাদ্রাসাটিতে মোট ৩২০ জন শিক্ষার্থীর মধ্যে ৭০ জন শিক্ষার্থী আবাসিক। বাকিরা অনাবাসিক। শিক্ষার্থীদের পাঠদানের জন্য আটজন শিক্ষক রয়েছেন। তারা পালাক্রমে একদিন করে রাতে আবাসিক শিক্ষার্থীদের দেখভাল করেন।

মাদ্রাসাটির প্রধান শিক্ষক আবদুল আউয়াল তার ডিউটির রাতের শেষে সকালে পছন্দমতো ছাত্রকে তার রুমে ডেকে নিয়ে বলাৎকার করেন এবং তা কাউকে না বলার হুমকি দেন। একে একে ১৯ জন শিক্ষার্থী তার বলৎকারের শিকার হলে নির্যাতিত শিক্ষার্থীদের মধ্যে কানাঘোষা থেকে সাম্প্রতিক সময় তা প্রকাশ পায়। অবশেষে নির্যাতিত শিক্ষার্থীরা বিষয়টি তাদের পরিবারকে জানায়।

এ ঘটনায় অভিভাবকরা মাদ্রাসায় গেলে কৌশলে পালিয়ে যান প্রধান শিক্ষক আবদুল আউয়াল। পরে অভিভাকরা সম্মিলিতভাবে অভিযুক্ত আব্দুলের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে, অভিযুক্ত শিক্ষক আবদুল আউয়াল বলেন, কিছু শিক্ষার্থীকে ছুটি না দেয়ার কারণে তারা মিথ্যা অভিযোগ করছে। এ ব্যাপারে হাতীবান্ধা থানা ওসি শাহ আলম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোনালী/জেআর