ঢাকা | নভেম্বর ২৭, ২০২৪ - ১০:৩৫ পূর্বাহ্ন

সংকটের সমাধান আলাদা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা: রাশিয়া

  • আপডেট: Monday, October 9, 2023 - 9:00 pm

অনলাইন ডেস্ক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইসরায়েলে শান্তি প্রতিষ্ঠায় আলাদা ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা সংকটের ‘সবচেয়ে নির্ভরযোগ্য’ সমাধান।

শুধু সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করে নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। যুদ্ধ শিগগিরই বন্ধ হওয়া উচিত। খবর: এএফপি

সোমবার আরব লিগের প্রধান আহমেদ আবাউল গায়েতের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে লাভরভ এসব কথা বলেন।

ইসরায়েল সন্ত্রাসীদের ধ্বংস করে দেয়া উচিত দাবি করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে বলে যারা দাবি করেন, আমরা তাদের সঙ্গে একমত নই।

হামলায় শত শত ইসরায়েলি ও ফিলিস্তিনি নিহত হচ্ছেন। হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় পাল্টা হামলা চালাচ্ছে।’

ইসরায়েল ইস্যুতে পশ্চিমাদের নীতির বিষয়ে রাশিয়ার ‘গুরুতর প্রশ্ন’ রয়েছে বলে জানান রুশ পররাষ্ট্র।

এর আগে আরব লিগ প্রধানের সঙ্গে বৈঠকে লাভরভ বলেছিলেন, ইসরায়েল ও গাজায় ‘রক্তপাত বন্ধ করতে’ রাশিয়া ও আরব লিগ একসঙ্গে কাজ করবে।

সোনালী/জেআর