ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ২:০৭ পূর্বাহ্ন

ডিগ্রি কলেজের নবীনবরণে ছাত্রমৈত্রীর স্বাগত মিছিল 

  • আপডেট: Sunday, October 8, 2023 - 7:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর নিউ গভ: ডিগ্রি কলেজের ২০২৩-২৪ শিক্ষা বর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে মিছিল করেছে কলেজ শাখা ছাত্রমৈত্রী।

আজ রোববার সকালে কলেজের নতুন শিক্ষার্থীদের নবীণবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরবর্তী এই স্বাগত মিছিলটি বের করা হয়। কলেজের বিভিন্ন ভবন প্রদক্ষিণ শেষে মিছিলটি দলীয় টেন্টের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে নতুন শিক্ষার্থীর উদ্দেশে বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্রমৈত্রীর নেতারা। এর আগে কলেজের মিলনায়তনে আয়োজিত নবীণবরণ অনুষ্ঠানে ছাত্রমৈত্রীর পক্ষ থেকে বক্তব্য রাখেন সংগঠনটির নিউ গভ: ডিগ্রি কলেজ শাখার সভাপতি জানে আলম।

স্বাগত মিছিলে নিউ গভ: ডিগ্রি কলেজ শাখা ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক সাইফ আহমেদ ইসা, সহ-সম্পাদক নাহিদ ইসলাম, সদস্য আতিক হোসেন, সাব্বির ইসলামসহ কমিটির অন্যান্য ছাত্রনেতা ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সোনালী/জেআর