ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৮:০৩ অপরাহ্ন

দারুণ জয়ে বাংলাদেশ দলকে বাদশার অভিনন্দন

  • আপডেট: Sunday, October 8, 2023 - 12:19 am

স্টাফ রিপোর্টার: বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

গতকাল শনিবার সন্ধ্যায় এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানিয়েছেন।

দুই দিন আগে বিশ্বকাপের পর্দা উঠলেও বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে শনিবার। এদিন ভারতের ধর্মশালায় নিজেদের প্রথম ম্যাচে ব্যাট-বলে দাপট দেখিয়ে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ দল।

বাংলাদেশ টসে জিতে আফগানিস্তানকে আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়। পরে নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানদের ১৫৬ রানে আটকে ফেলেন সাকিব-মিরাজরা। বল হাতে ৩টি করে উইকেট নেন মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান।

১৫৭ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৩৪ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। টাইগারদের হয়ে হাফ সেঞ্চুরি করেন মিরাজ ও নাজমুল হোসেন শান্ত।

সোনালী/জগদীশ রবিদাস