ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৬:১২ অপরাহ্ন

কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে এমপি বাদশার শোক

  • আপডেট: Thursday, October 5, 2023 - 7:00 pm

স্টাফ রিপোর্টার: বাংলা একাডেমি এবং একুশে পদকপ্রাপ্ত কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

বৃহস্পতিবার এক শোকবার্তায় তিনি আসাদ চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় এমপি বাদশা বলেন, একুশে পদকপ্রাপ্ত কবি আসাদ চৌধুরীর মৃত্যু বাংলা সাহিত্যের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি এবং তার লেখনি বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। আসাদ চৌধুরী নিজের সৃষ্টিকর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে চিরজাগরুক থাকবেন।

উল্লেখ্য, আসাদ চৌধুরী (৮০) বৃহস্পতিবার কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ব্লাড ক্যান্সার, শ্বাসকষ্ট, কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

সোনালী/জেআর