রাজশাহীতে প্রাথমিকের ছয় বস্তা নতুন বই জব্দ
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে প্রাথমিকের বিভিন্ন ক্লাসের ছয় বস্তা নতুন বই জব্দ করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সিএন্ডবি মোড়ে দুটি রিক্সাযোগে বইগুলো পাচার করার সময় জব্দ করা হয়।
এ ঘটনায় রিক্সাচালক রুবেল ও হৃদয়কে আটক করেছে পুলিশ। আটককৃতরা জানিয়েছে, বইগুলো রাজশাহী নগরীর হোসেনীগঞ্জ বালক-বালিকা প্রাথমিক বিদ্যালয় থেকে বের করা হয়েছিল।
সেগুলো পরিবহণ করে নগরীর সিএন্ডবি মোড়ে নিয়ে যাবার কথা ছিলো তাদের। রিক্সার পেছনে আরো দুজন থাকলেও অবস্থা বেগতিক দেখে তারা সটকে পড়েন।
রাজশাহী রাজপাড়া থানা পুলিশ পদির্শক তদন্ত মাইনুল বাশার জানান, রাত সাড়ে ৮টার দিকে নগরীর সিএন্ডবি মোড়ে দুটি রিক্সাযোগে প্রাথমিকের বিভিন্ন শ্রেনীর বই পাচার করা হছ্ছিল। পথে তাদের তাদের আটক করে বইগুলো জব্দ করা হয়।
জব্দ করা বই থানা হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলামকে জানানো হয়েছে। তিনি জানান, জব্দ করা বইগুলো আজই স্কুলে আনা হয়েছিলো। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সোনালী/জগদীশ রবিদাস