সিরাজগঞ্জে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা করলেন ছেলে
অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জের এনায়েতপুরে আশরাফ আলী শেখকে (৬২) পিটিয়ে হত্যা করেছে তার বড় ছেলে।
এ ঘটনায় বড় ছেলে মুসা শেখকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ছোট ছেলে কলেজছাত্র হারুন শেখকে থানায় নিয়ে গেছে পুলিশ।
রোববার রাতে এনায়েতপুরের গোপরেখী পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী কৃষি কাজ করতেন।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহে প্রায়ই ওই বাড়িতে ঝগড়া-বিবাদ লেগে থাকতো। রোববার রাতে বড় ভাই মুসার সঙ্গে ছোট ভাই হারুনের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে তাদের থামাতে বাবা ও মা এগিয়ে গেলে মুসা কোদালের গোড়ালি দিয়ে তাদের আঘাত করে। এতে ঘটনাস্থলেই বাবা মারা যায়।
এ সময় গুরুতর আহত অবস্থায় মা শাহিদা খাতুনকে উদ্ধার করে এলাকাবাসী খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যায়।
আশরাফ আলীর মেয়ে রাবেয়া খাতুন বলেন, ভাই মুসার কোদালের গোড়ালি দিয়ে বাবা ও মাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই বাবা মারা যান। মাকে আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ঘটনায় বড় ছেলে মুসাকে আটক করা হয়েছে। নিহতের ছোট ছেলেকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।
সোনালী/জেআর