বগুড়ায় বৃদ্ধাকে গলা কেটে হত্যা, ছেলে-পুত্রবধূ আটক
অনলাইন ডেস্ক: বগুড়ার সোনাতলা উপজেলায় জাহেরা বেওয়া (৮৫) নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পরে তাঁর ছেলে ও পুত্রবধূকে আটক করেছে পুলিশ।
জাহেরা বেওয়া উপজেলার মধুপুর ইউনিয়নের গাড়ামারা গ্রামের মৃত কাশেম আলী শেখের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আড়াইটার দিকে গাদলু শেখ নামে এক ব্যক্তির চিৎকার শুনে প্রতিবেশীরা বাড়িটিতে যান। এ সময় কাশেম আলীর ছেলে হেলাল শেখের স্ত্রীকে (৪৫) হাত-মুখ বাঁধা অবস্থায় পান।
পরে বাঁধন খুলে দিলে তিনি জানান, কয়েকজন অপরিচিত লোক এসে তাঁর হাত-পা ও মুখ বেঁধে শাশুড়িকে গলা কেটে হত্যা করেছে।
গাদলু স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি ফোনে জানান। পরে ইউপি চেয়ারম্যান থানায় খবর দেন। সকালে সোনাতলা থানার ওসি সৈকত হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ও বগুড়া থেকে পিবিআইর সদস্যরা ঘটনাস্থলে আসেন।
মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, রাতে ফোনে জানতে পারেন, কে বা কারা বৃদ্ধাকে খুন করেছে। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ লাশ উদ্ধার করে।
ওসি সৈকত হাসান বলেন, হত্যার ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধার ছেলে হেলাল শেখ ও তাঁর স্ত্রীকে আটক করে থানায় আনা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। তবে এখনও কোনো মামলা হয়নি।
সোনালী/জেআর