ঢাকা | নভেম্বর ২৫, ২০২৪ - ৮:১৭ অপরাহ্ন

রাশিয়ায় ভয়াবহ বিমান বিধ্বস্ত, ১০ আরোহীর সবাই নিহত

  • আপডেট: Thursday, August 24, 2023 - 4:19 am

অনলাইন ডেস্ক: রাশিয়ায় ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ১০ আরোহীর সবাই নিহত হয়েছে।

রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার মস্কো টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি ব্যক্তিগত বিমানে ভ্রমণ করছিলেন ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। বিমানটিতে মোট ১০ জন আরোহী ছিল। রাশিয়ার তিভের অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

রাশিয়ার তিভের অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয় – টেলিগ্রাম
এদিকে রাশিয়ার বিমান পরিবহন সংস্থা রোসাভিয়াটসিয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। বিমানের যাত্রীদের তালিকায় ইয়েভগেনি প্রিগোজিনের নাম পাওয়া গেছে।

তাসের প্রতিবেদনে আরও জানানো হয়, বিধ্বস্ত হওয়া বিমানের ১০ আরোহীর মধ্যে সাতজন যাত্রী ও তিনজন ক্রু।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রিগোজিনের নেতৃত্বাধীন ভাড়াটে বাহিনী ওয়াগনার। তবে গত জুনে হঠাৎ বিদ্রোহ করে বসে ওয়াগনার। দলবল নিয়ে সে সময় ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন মস্কোর দিকে এগুতে থাকেন। গোটা মস্কো অঞ্চলে ‘সন্ত্রাস-বিরোধী’ বিশেষ সতর্কতা জারি করা হয়।

পরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় মস্কো অভিমুখে যাত্রা স্থগিত করেন প্রিগোজিন।

সোনালী/জেআর