ঢাকা | নভেম্বর ২২, ২০২৪ - ৩:২৮ অপরাহ্ন

নুর-রাশেদের বিরুদ্ধে এবার মামলা করলেন ভবন মালিক

  • আপডেট: Friday, July 21, 2023 - 10:32 pm

অনলাইন ডেস্ক: রাজধানীর পল্টনে অবস্থিত প্রিতম-জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিবল গেট ও তালা ভাঙার অভিযোগে দলটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে পল্টন থানায় ভবনের মালিক মশিউর জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া জানান, বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে ভবনের মালিক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারনামীয় আসামি ১৭ জন, এর মধ্যে নুর ও রাশেদের নামও রয়েছে।

এছাড়া অজ্ঞাতনামা হিসেবে ৭৫-৮০ জনকে আসামি করা হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করা নিয়ে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

এক পর্যায়ে দলটির সভাপতি নুরুল হক নুর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভবনের কলাপসিবল গেট ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন। পরবর্তীতে পুলিশ গিয়ে তাদের বের করে দেয়। সন্ধ্যার পর ভবনের মালিক ভবনটিতে পুনরায় নতুন গেট স্থাপন করে তালা লাগিয়ে দেন। এরপর ভবন মালিক পল্টন থানায় মামলাটি দায়ের করেন।

সোনালী/জেআর