ঈদুল আজহা || ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান বাদশার
স্টাফ রিপোর্টার: মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহার ‘প্রকৃত ত্যাগের’ চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষের স্বার্থের পক্ষে কাজ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ১৪ দলের অন্যতম নেতা ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।
বুধবার বিকালে নিজের নির্বাচনি এলাকা রাজশাহী মহানগরসহ দেশবাসীকে দেয়া ঈদের শুভেচ্ছা বার্তায় তিনি এই আহ্বান জানান।
বার্তায় বাদশা বলেন, ‘সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ অবশ্যই আমাদের জীবনে বয়ে আনে আনন্দের বার্তা। তবে ভুলে গেলে চলবে না; কোরবানির অর্থ হচ্ছে ত্যাগ। লোভ- লালসা, ক্ষুদ্রতা, নীচতা, অহংকার ও স্বার্থপরতা ত্যাগের মাধ্যমেই কোরবানীর ঈদ অর্থবহ হয়।’
বর্ষিয়ান এই রাজনীতিক তার বার্তায় আরও বলেন, ‘আসুন সকলেই আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। কাউকে নিজের প্রাপ্ত হক থেকে বঞ্চিত না করি। ঈদে প্রতিবেশী ও আশপাশের মানুষেরও খবর নেই। সবাই ভাল থাকুন, সুস্থ্য থাকুন। ঈদ মোবারক।’
সোনালী/জগদীশ রবিদাস