পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু
অনলাইন ডেস্ক: কাল (মঙ্গলবার) সৌদি আরবের সময় ৯ জিলহজ ইসলামের পঞ্চম স্তম্ভ পবিত্র হজ। আজ শুরু হয়েছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম।
মহান আল্লাহর প্রিয় নবী ও রাসুল হযরত মুহাম্মদ সা.-এর সুন্নাত অনুসারে আজ স্থানীয় সময় ৮ জিলহজ হজপালনকারীরা মক্কার অদূরে মিনায় অবস্থান করবেন।
সেখানে তারা জোহর, আসর, মাগরিব, এশা ও পরদিন (৯ জিলহজ) ফজরসহ মোট পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন।
কাল বাদ ফজর মিনা ত্যাগ করে সূর্যোদয়ের সময় আরাফার ময়দানে সমবেত হবেন হজপালনকারীরা। সেখানে তারা সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন।
এ সময় আল্লাহর ক্ষমা ও অনুগ্রহ লাভের জন্য তারা রোদনভরা কণ্ঠে উচ্চস্বরে বলতে থাকবেন, ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক…’ অর্থাৎ ‘আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির। তোমার কোনো শরিক নেই।
সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই। সব সাম্রাজ্যও তোমার। ’ গতকাল স্থানীয় সময় ৭ জিলহজ বাদ এশা অনেক হজপালনকারী মক্কা শরিফ থেকে মিনার উদ্দেশে রওয়ানা হন। তারা মিনায় রাতযাপন করেন।
তবে বেশিরভাগই বাদ ফজর মক্কা থেকে রওয়ানা হয়ে মিনায় পৌঁছে জোহরের নামাজ আদায় করবেন। এ বছর পবিত্র হজ পালনের জন্য বিশ্বের ১৬০ দেশ থেকে ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান এ মুহূর্তে সৌদি আরবের মক্কায় সমবেত হয়েছেন।
বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২২ হাজার ৫৫৮ জন হজ পালন করার সৌভাগ্য লাভ করেছেন।
সোনালী/জেআর