ঢাকা | নভেম্বর ২৫, ২০২৪ - ৩:৫৩ অপরাহ্ন

দীর্ঘদিন পলাতক: রাজশাহীতে দুই ‘রাজাকার’ গ্রেপ্তার

  • আপডেট: Sunday, June 25, 2023 - 10:00 am

অনলাইন ডেস্ক: রাজশাহীতে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে তাদেরকে গ্রেপ্তার করে চারঘাট থানা পুলিশ।

বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

গ্রেপ্তার দু’জন হলেন, চারঘাট উপজেলার কালুহাটি গ্রামের মফিজ উদ্দিন (৭৫) ও খেতাব আলী (৮০)।

তাদের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মামলা রয়েছে।

পুলিশ সুপার জানান, তাদেরকে বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দীর্ঘদিন পলাতক ছিলেন।

২০০৯ সালে ওই দুজনের বিরুদ্ধে মামলা হয়। তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে।

পুলিশ সুপার বলেন, খেতাব আলী শারিরীকভাবে দুর্বল হওয়ায় আটকের পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে ট্রাইব্যুনালে হস্তান্তর করা হচ্ছে।

সোনালী/জেআর