ঢাকা | নভেম্বর ২৫, ২০২৪ - ১০:৫৫ পূর্বাহ্ন

সয়াবিনের পর পাম অয়েলের দামও কমলো

  • আপডেট: Tuesday, March 22, 2022 - 8:36 pm

 

অনলাইন ডেস্ক: লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ৮ টাকা কমানোর পর এবার পামওয়েলের দর কমানো হলো লিটারে ৩ টাকা। দুই স্তর থেকে ভ্যাট প্রত্যাহার ও আমদানি পর্যায়ে ৫ শতাংশ রেখে বাকিগুলো প্রত্যাহারের পর এই দাম নির্ধারণ করা হয়।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী- এখন থেকে পাম তেল বিক্রি করা হবে ১৩০ টাকা লিটার দরে। গত ৬ ফেব্রুয়ারি এই তেল লিটারে ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

গত ২০ মার্চ সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম ৮ টাকা কমিয়ে লিটারপ্রতি সর্বোচ্চ ১৬০ টাকা নির্ধারণ করেছিল। সেদিন জানানো হয়েছিল, পামওয়েলের বিষয়ে সিদ্ধান্ত পরে হবে।

সয়াবিন ও পামওয়েলের নতুন এই দাম পুরো রমজানজুড়ে থাকবে। আন্তর্জাতিক বাজারদর বিশ্লেষণ করে সয়াবিন এবং পাম অয়েলেরে দাম নির্ধারণে আবার ২২ মে বসার সিদ্ধান্ত নেয়া হয়েছে গত ২০ মার্চের বৈঠকে।