ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৮:১৮ অপরাহ্ন

সিরাজুল আলম খানের মৃত্যুতে বাদশার শোক

  • আপডেট: Friday, June 9, 2023 - 5:41 pm

বিশেষ রিপোর্টার: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।

শুক্রবার এক শোকবার্তায় রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা মরহুমের রুহের শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান (দাদা ভাই) শুক্রবার (৯ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান।

মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর। তার মৃত্যুতে দেশের সর্বাঙ্গে শোকের ছায়া নেমে এসেছে।

সোনালী/জেআর