সমন্বিত উন্নয়নের স্বার্থে লিটনকে ফের বিজয়ী করার আহ্বান ওয়ার্কার্স পার্টির
স্টাফ রিপোর্টার: আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে শহরের সমন্বিত উন্নয়নের স্বার্থে আবারও নির্বাচিত করার আহ্বান জানিয়েছে মহানগর ওয়ার্কার্স পার্টি।
মঙ্গলবার বিকালে শহরের কোর্ট স্টেশন চত্বর, হড়গ্রাম বাজারসহ আশেপাশের বিভিন্ন এলাকায় সিটি মেয়র খায়রুজ্জামান লিটনের উন্নয়নমূলক কার্যক্রম সম্বলিত লিফলেট বিতরণকালে এ আহ্বান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা।
একইসঙ্গে তারা সাধারণ মানুষের মাঝে রাজশাহীতে ১৪ বছরের সমন্বিত উন্নয়নের কথা তুলে ধরেন এবং এই অগ্রযাত্রার ধারাবাহিকতাকে রক্ষা করতে আগামী সিটি নির্বাচনে আবারো খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার আহ্বান জানান।
এসময় মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, জেলার সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, সাবেক ছাত্রনেতা মোর্শেদ হাসান চুন্না, মহানগর সম্পাদকমন্ডলীর সদস্য আব্দুল মতিন, নাজমুল করিম অপু, মনির উদ্দিন পান্না, মহানগর সদস্য সীতানাথ বণিক, শামীম ইমতিয়াজ, আব্দুল খালেক বকুল, মাসুম আক্তার অনিক, তৌহিদ উদ্দিন বিদ্যুৎ, সাহারুল ইসলাম টিয়া, গোলাম রসুল বাবলু, গোলাম রসুল গোলাপসহ রাজপাড়া থানা ওয়ার্কার্স পার্টির প্রতিটি ওয়ার্ড কমিটির সভাপতি-সাধারণ এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সোনালী/জেআর