কক্ষে পড়ে ছিল কিশোরীর লাশ
অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জের তাড়াশে নিজ কক্ষ থেকে মোছা. সুমাইয়া পারভীন (১৩) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুমাইয়া উপজেলার পৌর এলাকার কোহিত মহল্লার মো. বেলাল হোসেনের মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী জানান, কয়েক বছর কয়েক আগে উপজেলার কোহিত মহল্লার দিঘী পাড়ার বেল্লাল হোসেনের সঙ্গে সুমাইয়া পারভীনের মায়ের বিচ্ছেদ হয়। পরে বেলাল হোসেন কাজের সন্ধানে ঢাকায় চলে যান এবং সেখানে বিয়ে করেন। তখন থেকে সুমাইয়া দাদির সঙ্গে বাড়িতে থাকতো। দুই সপ্তাহ আগে বেলাল হোসেন নতুন বউ নিয়ে বাড়ি আসেন।
মঙ্গলবার দুপুরে সুমাইয়াকে তার বাবা বকাঝকা করেন। তখন তার দাদি বাড়িতে ছিলেন না। পরে বেলা তিনটার দিকে বাড়িতে এসে সুমাইয়ার দাদি ঘরের দরজা খোলা পান। তিনি ভেতরে ঢোকেন এবং সুমাইয়াকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় দাদির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আসেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরীর মৃত্যু রহস্যজনক। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্ত করার প্রক্রিয়া চলছে।
সোনালী/জেআর