ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৫:০৮ পূর্বাহ্ন

প্রতিপক্ষের হামলায় আ. লীগের ১২ নেতা-কর্মী আহত

  • আপডেট: Tuesday, May 9, 2023 - 7:55 pm

ডেস্ক: পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

এতে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১২ জন। মঙ্গলবার দুপুরে দিকে জেলার হেমায়েতপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাঙ্গাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার রাতে হেমায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৭, ৮, ৯নং ওয়ার্ডের বর্ধিত সভা হয়। তখন দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

এমন সময় ইউনিয়ন আওয়াম লীগের সাধারণ সম্পাদক আনিস হোসেনকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজু মণ্ডল দেখে নেওয়ার হুমকি দেন। পরে পুলিশ বিষয়টি মীমাংসা করে দেয়।

ওই ঘটনার জেরে আজ মঙ্গলবার দুপুরে নজু মণ্ডলের নেতৃত্বে পলাশ, রাসেল, ভোলন, ডিলু, সুরুজসহ ২০-৩০ জন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিস হোসেনের সমর্থকদের ওপর হামলা চালান। হামলায় ৬ জন গুলিবিদ্ধসহ মোট ১২ জন আহত হন।

হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম জানান, সংঘর্ষের পর বাঙ্গাবাড়িয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় সানাউল্লাহ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোনালী/জেআর