ঢাকা | ডিসেম্বর ৫, ২০২৪ - ১:৪৪ পূর্বাহ্ন

প্রায় ৯ বছরের মধ্যে সবচেয়ে উত্তপ্ত দিন

  • আপডেট: Monday, April 17, 2023 - 5:00 pm

অনলাইন ডেস্ক: বৈশাখের চতুর্থ দিনে সোমবার তীব্র দাবদাহে হাঁসফাঁস অবস্থা রাজশাহীবাসীর। এদিন ৮ বছর ১০ মাসের মধ্যে সবচেয়ে উত্তপ্ত দিন কাটাচ্ছেন তারা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বিকেল চারটা পর্যন্ত রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৮ শতাংশ। আজকের এই তাপমাত্রা মৌসুমে রাজশাহী এবং দেশেরও সর্বোচ্চ।

রাজশাহীতে এর আগে ২০১৪ সালের ২১ মে ৪২ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা উঠেছিল। আর ২০০৫ সালের ২ জুন সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া গত শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৩ শতাংশ।

তীব্র তাপদাহে উত্তপ্ত হয়ে উঠেছে পরিবেশ। বাতাসও গরম হয়ে উঠেছে। আর্দ্রতা কম থাকায় বাতাস শুষ্ক ও উত্তপ্ত হয়ে উঠেছে। ঘর থেকে বের হলেই তীব্র তাপদাহে শরীর পুড়ে যাওয়ার অনুভূতি হচ্ছে। শুষ্ক আবহাওয়ার কারণে চোখ-মুখ-ঠোট শুকিয়ে যাচ্ছে। চামড়া ফেটে যাচ্ছে।

রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক রাজীব খান জানান, রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা আরও কয়েকদিন চলবে। বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত তাপদাহ চলবে।

এদিকে তাপদাহে সাধারণ খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। জীবিকার তাগিদে চরম কষ্টেও তারা কাজে বের হচ্ছেন।

সোনালী/জেআর