ঢাকা | ডিসেম্বর ৪, ২০২৪ - ১২:০৮ পূর্বাহ্ন

কুকুরের কামড়ে গোপনাঙ্গ হারালেন যুবক, হাসপাতালে ভর্তি

  • আপডেট: Friday, April 14, 2023 - 9:31 pm

অনলাইন ডেস্ক: কুকুরের কামড়ে ৩০ বছরের এক যুবক গোপনাঙ্গ হারিয়েছে। ওই ব্যক্তি বিজনা গ্রামের বাসিন্দা। ভারতের হরিয়ানার কারনালে এ ঘটনা ঘটে। কুকুরের কামড়ে মারাত্মকভাবে যখম ওই ব্যক্তিকে উদ্ধার করে গারুন্ধা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর এনডিটিভি।

ওই ব্যক্তি ভাই বলেন, তাকে সরকারি হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে কারনাল সিভিল হাসপাতালে পাঠানো হয়। কারণ তার অবস্থা গুরুত্বর। উন্নত চিকিৎসার জন্য তাকে এ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ব্যক্তির ভাই আরও জানান, কাজের জন্য তার ভাই খামারে যাচ্ছিল। এসময় একটি কুকুর তার ভাইয়ের গতিরোধ করে কামড়াতে থাকে।

পরে তার ভাই নিজেকে বাঁচাতে কুকুরটিকে লাঠি দিয়ে পেটাতে থাকে। এ সময় কুকুরটি তার গোপনাঙ্গে কামড় দেয়।

পরে স্থানীয়রা খবর পেয়ে ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়।

হাসপাতালের ডাক্তার জানিয়েছে, তাকে একটি হিংস্র কুকুর কামড় দিয়েছে। অবস্থা খুবই সংকটাপন্ন। তার চিকিৎসা চলছে।

তবে ওই কুকুরটির মালিক কে তা জানা যায়নি। এজন্য পুলিশের কাছে মামলাও করা হয়নি।

সোনালী/জেআর