ঢাকা | মে ১০, ২০২৫ - ১:২৩ পূর্বাহ্ন

কলেজছাত্রী ধর্ষণ মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৪

  • আপডেট: Wednesday, April 5, 2023 - 3:22 pm

অনলাইন ডেস্ক: নাটোরের সিংড়ায় কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড ও ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। এ মামলায় একজনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার বেলা ১১টার টার দিকে নাটোরের নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

মৃত্যু দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. সাব্বির আহম্মেদ, রেজাউনুল ওরফে রাব্বী, নাজমুল হক, মো. রাজিবুল হাসান, মো. রিপন ও মো. শহিদুল। যাবজ্জীবন প্রাপ্তরা হলেন- মো. মনিরুল ইসলাম, মো. খায়রুল ইসলাম, মো. আতাউল ইসলাম ওরফে আতাউর ও মো. রেজাউল করিম।

আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের বড়াইগ্রাম উপজেলার চান্দাইগ্রামের ওই কলেজছাত্রীকে সিংড়া উপজেলার কলম মির্জাপুর গ্রামে নিয়ে যান প্রেমিক সাব্বির আহম্মেদ। সারাদিন ঘোরাঘুরির পর বন্ধুদের সঙ্গে রাতে মির্জাপুর গ্রামের ঈদগাহ মাঠে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় সিংড়া থানায় মামলা দায়েরের পর দীর্ঘ ১০ বছর তদন্ত ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় দেন।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS