ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৪:০৭ অপরাহ্ন

গোদাগাড়ীতে সোনার বারসহ যুবক গ্রেফতার

  • আপডেট: Saturday, March 4, 2023 - 5:00 pm

অনলাইন ডেস্ক: রাজশাহী জেলার গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৮টি সোনার বারসহ কামরুজ্জামান (২৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী সরকারি কলেজের সামনে অভিযান চালিয়ে সোনার বারসহ তাকে গ্রেফতার করা হয়।

রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও গোদাগাড়ী থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।

গ্রেফতার কামরুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি পেশায় সোনা ব্যবসায়ী বলে জানা গেছে।

রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক পারভিন আক্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চাঁপাইনবাবগঞ্জ থেকে এক ব্যক্তি গোদাগাড়ীতে সোনা বিক্রয়ের উদ্দেশ্যে ইজিবাইকে চড়ে যাচ্ছেন। তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী সরকারি কলেজের সামনে গোদাগাড়ী থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে কামরুজ্জামানের কাছে থাকা ৮টি সোনার বার উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, আরও যাচাই বাছাই করে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।

সোনালী/জেআর