ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১০:০৭ অপরাহ্ন

ওয়ার্কার্স পার্টির সমাবেশ সফল করতে ছাত্রমৈত্রীর প্রচার মিছিল

  • আপডেট: Saturday, February 18, 2023 - 8:32 pm

স্টাফ রিপোর্টার: আগামী ২৫ ফেব্রুয়ারি ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ওয়ার্কার্স পার্টির রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রচার মিছিল বের করেছে মহানগর ছাত্রমৈত্রী।

শনিবার সন্ধ্যায় শহরের সাহেব বাজার জিরো পয়েন্টের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়। পরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি ওহিদুর রহমান, সহ-সভাপতি সাকিব আল হাসান, সাধারণ সম্পাদক বিজয় সরকার, সহ-সাধারণ সম্পাদক ঋতু সরকার, সংস্কৃতি ও ক্রিয়া বিষয়ক সম্পাদক পূজা প্রামানিক, সাংগঠনিক সম্পাদক কৃষান সরকার, প্রচার সম্পাদক ইফতিক হাসান, তথ্য প্রযুক্তি সম্পাদক দুর্জয় সরকার, বোয়ালিয়া থানা সভাপতি অমিত সরকার, নিউ গভার্মেন্ট ডিগ্রী কলেজ, সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক সাইফ আহমেদ ইসা, সাংগঠনিক সম্পাদক আকাশ চৌধুরী, শাহমখদুম থানার সভাপতি আমির হামজা, সাধারণ সম্পাদক মোঃ সজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

সোনালী/জেআর