ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১১:১০ পূর্বাহ্ন

ইব্রাহিম-শাহজাহান প্যানেলকে বিজয়ী করার আহ্বান বাদশার

  • আপডেট: Wednesday, February 15, 2023 - 4:19 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত ইব্রাহিম-শাহজাহান প্যানেলের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

বুধবার সকালে রাজশাহীর বার ভবনে গিয়ে নির্বাচনি প্রচারণাকালে আইনজীবীদের প্রতি তিনি এ আহ্বান জানান।

এসময় ফজলে হোসেন বাদশা বার নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের গুরুত্ব তুলে ধরে আইনজীবীদের সঙ্গে বেশ কিছুক্ষণ মতবিনিময় করেন। এছাড়াও আদালত প্রাঙ্গনে আইনজীবীদের মধ্যে ঐক্য ও মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ইব্রাহিম-শাহজাহান প্যানেলের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

প্রচারণা কালে এমপি বাদশার সঙ্গে এসময় জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, মহানগরের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু, জেলার সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, সিনিয়র আইনজীবী সুশান্ত দাশ, আইনজীবী মোমিনুল ইসলাম বাবু, আইনজীবী মামুনুর রশিদ জনসহ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সোনালী/জেআর