ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৭:৫৬ অপরাহ্ন

বগুড়াতে করোনাকালে অবদানের জন্য সম্মাননা পেল কোয়ান্টাম

  • আপডেট: Wednesday, February 15, 2023 - 10:28 pm

বগুড়া প্রতিনিধি: বুধবার করোনাকালে অনন্য অবদান রাখায় বগুড়ায় সম্মাননা জানানো হয় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি। বগুড়ার মমোইন কনভেনশন হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, বগুড়া অনুষ্ঠানটি আয়োজন করে।

বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী ও কোভিড-১৯ প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণকারী করোনা যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান, ২০২৩ শীর্ষক অনুষ্ঠানে কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন আর্ডেন্টিয়ার নাফিস ফারুক ও ফারুক হোসেন। অনুষ্ঠানে সমন্বয়ক বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু।

ডা. সামিক হোসেন মিশু করোনাকালে অবদান রাখার জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে বিশেষভাবে ধন্যবাদ জানান। কোয়ান্টাম করোনার প্রথম লকডাউনে বগুড়াতে দুইশতাধিক করোনা শহিদদের দাফন ও সৎকারে সহযোগিতা করে ও সারাদেশে ৬ হাজারের অধিক দাফন, সৎকার, অন্ত্যেষ্টিক্রিয়া ও সমাধি করে। কোয়ান্টাম ফাউন্ডেশন ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় অনুষ্ঠানে আরও বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান সম্মাননা পান।

সোনালী/জেআর