ঢাকা | নভেম্বর ২৫, ২০২৪ - ৬:৩০ অপরাহ্ন

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি শুরু কাল, খাদ্য সহায়তা পাবে কোটি পরিবার

  • আপডেট: Saturday, March 19, 2022 - 8:46 pm

 

অনলাইন ডেস্ক: আসন্ন রমজানকে সামনে রেখে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের এক কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে সরকারি খাদ্য সহায়তা কার্যক্রম শুরু হচ্ছে। ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করেছে সরকারি বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ(টিসিবি)। রবিবার (২০ মার্চ) আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হবে।

দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় এক কোটি পরিবারের তালিকা চূড়ান্ত করা হয়েছে। করোনাকালে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা বাবদ আড়াই হাজার টাকা করে পেয়েছেন দেশের ৩৮ লাখ ৫০ হাজার পরিবার। এসব পরিবার পাচ্ছেন টিসিবির ‘ফ্যামিলি কার্ড’। এর সঙ্গে নতুন যুক্ত করা হয়েছে আরও ৬১ লাখ ৫০ হাজার পরিবার। সুবিধাভোগী পরিবার নির্বাচিত করতে নিম্নআয়ের মানুষদের তালিকার বাইরেও নানা বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, এটি সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত। সরকারি এই উদ্যোগের ফলে দেশের প্রায় পাঁচ কোটি স্বল্প আয়ের মানুষ সরাসরি উপকৃত হবে।

টিসিবি জানিয়েছে, প্রতিটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে একসঙ্গে পাঁচ পণ্যের প্যাকেট পাবেন কার্ডধারীরা। প্রতি প্যাকেটে থাকবে দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি চিনি, দুই কেজি ছোলা, দুই কেজি মসুর ডাল ও পাঁচ কেজি পেঁয়াজ। সেখানে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা ও পেঁয়াজ ৩০ টাকা। ছোলার দাম এখনও নির্ধারণ হয়নি।

একজন কার্ডধারী রোজার আগে ও রোজার মধ্যে দুই দফা পণ্য পাবেন। প্রথম দফায় পণ্য দেওয়া শুরু হবে ২০ মার্চ থেকে। দ্বিতীয় দফায় পণ্য দেওয়া হবে রোজার মাঝামাঝি সময়ে। এই কর্মসূচির জন্য দুই কোটি লিটার সয়াবিন তেল, ৪০ হাজার মেট্রিক টন চিনি, ৪০ হাজার মেট্রিক টন মসুর ডাল ও ৪০ হাজার মেট্রিক টন ছোলা এবং ২৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ প্রয়োজন হবে।

এ বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, সারাদেশে স্বল্প আয়ের ১ কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে পণ্য পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে এ কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। সারাদেশে টিসিবির মাধ্যমে জনগণকে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে। টিসিবির এ কার্যক্রমের আওতায় চিনি, ছোলা, মসুর ডাল ও সয়াবিন তেল কেনার বিষয়টিও চূড়ান্ত হয়েছে।

সরকারের এই কর্মসূচি বাস্তবায়নে ইতোমধ্যেই প্রয়োজনীয় পণ্য ক্রয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। সম্প্রতি সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এসব পণ্য কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক সূত্রে জানা গেছে, মেঘনা সুগার রিফাইন্ড লিমিটেড ও সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে মোট ১৪ হাজার টন চিনি কিনবে টিসিবি। ৫৫ কোটি ৩০ লাখ টাকা কারে এ পণ্যের মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ১১০ কোটি ৬০ লাখ টাকা। এছাড়াও সেনা কল্যাণ সংস্থা থেকে ১৬ কোটি ২৮ লাখ টাকায় ২ হাজার টন ছোলা ও ব্লু-স্কাই এন্টারপ্রাইজ থেকে ৩২ কোটি ৫৬ লাখ টাকায় ৪ হাজার এবং রুবি ফুড প্রোডাক্টস লিমিটেড থেকে ৩২ কোটি ৫৬ লাখ টাকায় ৪ হাজার টন ছোলা কেনার সিদ্ধান্ত হয়েছে।

একইসঙ্গে ২১১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকায় মোট ১৯ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল কিনছে সরকার। এর মধ্যে শবনম ভেজিটেবল ওয়েল লি, ইজি সার্ভিস লি, পর্ব ইন্টারন্যাশনাল, মেসার্স রয় ট্রেডার্স, প্ল্যান্টাজিক ইনকর্পোরেশন, বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ও বসুমতি ডিস্ট্রিবিউশন লিমিডেটেডের কাছ থেকে এ পণ্য কিনবে টিসিবি।

সেনা এডিবল অয়েল, সুপার অয়েল রিফাইন্ড, মেঘনা এডিবল অয়েলস রিফাইনারি, সিটি এডিবল অয়েল, বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস ও সান শাইং এডিবল অয়েল লিমিটেডের কাছ থেকে ২৮৭ কোটি ৫৪ লাখ ২৯ হাজার ৫৩৬ টাকায় এক কোটি ৭১ লাখ ১৫ হাজার ৬৫২ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।