ঢাকা | জানুয়ারী ৩, ২০২৫ - ৯:৩২ পূর্বাহ্ন

রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

  • আপডেট: Thursday, March 17, 2022 - 11:02 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে প্রায় ১ কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর বেলপুকুর থানর ভাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।

গ্রেপ্তার যুবকের নাম মাহমুদ হাসান রাব্বেল (২৩)। বেলপুকুর থানার আগলা গ্রামে তাঁর বাড়ি। বৃহস্পতিবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, এ ব্যাপারে রাব্বেলের বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।