বিভিন্ন উপজেলায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
সোনালী ডেস্ক: ‘বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, সকল শিশুর সমান অধিকার’ প্রতিপাদ্যের আলোকে বিভিন্ন উপজেলায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
পবা
পবায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচীর অংশ হিসাবে উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ এর মধ্যদিয়ে কর্মসূচী শুরু হয়। দিবসটি উপলক্ষ্যে উপজেলা হলরুমে কেক কাটা, র্যালি, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খান, সহকারি কমিশনার ভুমি শেখ এহসান উদ্দিন। অনুষ্ঠানে উপস্থাপনা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা সামশুন্নাহার।
নওহাটা পৌর
নওহাটা পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, কেককাটা, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পৌর মেয়র হাফিজুর রহমানের সভাপতিত্বে এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুদ্দীন প্রামানিক, নওহাটা পৌর প্যানেল মেয়র-১ আজিজুল ইসলাম, প্যানেল মেয়র-২ দিদার হোসেন ভুলু। উপস্থিত ছিলেন পৌর প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিসহ কাউন্সিলরবৃন্দ।
পবা আওয়ামীলীগ
পবা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, র্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিয়োদ্ধা ইয়াসিন আলীর সভাপতিত্বে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আয়েন উদ্দিন। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজের পরিচালনায় এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাবেক সহসভাপতি গোলাম মোস্তফা, সুফিয়া হাসান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, সাবেক দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সহদপ্তর সম্পাদক নজরুল ইসলাম, পবা উপজেলা যুবলীগ সভাপতি এমদাদুুল হক, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সোহরাব আলী প্রমুখ।
বাঘা
বাঘা প্রতিনিধি জানান, বাঘায় সরকারী-বেসরকারী সকল ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপনসহ উপজেলা বটমুল চত্বরে কেক কাটার মধ্য দিয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দীন লাভলু, বাঘা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, নছিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, বাঘা পৌরসভার প্যানেল মেয়র ও বাঘা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু। উপস্থিত ছিলেন সরকারী দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী বৃন্দ এবং সামাজিক ও সাংস্কুতিক অঙ্গনের ব্যাক্তি বর্গ।
চারঘাট
চারঘাট প্রতিনিধি জানান, চারঘাটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা এবং আ’লীগ ও তার অঙ্গ সংগঠন। অপরদিকে পৌরসভা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৌর মেয়র একরামুল হক তার কাউন্সিলরদের নিয়ে পুষ্পস্তবক অর্পন করেন। এরপর বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। শেষে চিত্রাংকন ও বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয় ।
মোহনপুর
ভ্রাম্যমান প্রতিনিধি মোহনপুর জানান, মোহনপুরে উপজেলা শিশু পার্কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমপি আয়েন উদ্দিন এর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ আব্দুস সালাম শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন। এরপর উপজেলা মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকল ইউপি চেয়ারম্যান এবং সরকারি কর্মকর্তা ও আওয়ামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর থানা আওয়ামীলীগের উদ্যোগের আওয়ামীলীগ অফিসের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।
এমপি এনামুল
ভবানীগঞ্জ প্রতিনিধি জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। এ সময় তাঁর সাথে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, এনা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোসলেহ উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীরসহ নেতৃবৃন্দ।
বাগমারা
ভবানীগঞ্জ প্রতিনিধি জানান, বাগমারায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক আব্দুল জলিল, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লালপুর
লালপুর (নাটোর) প্রতিনিধি জানান, লালপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামীলীগসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কর বিতরণীসহ মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।
এ সকল কর্মসূচির মধ্যে আওয়ামীলীগের উদ্যোগে বিকালে লালপুর পাবলিক লাইব্রেরি চত্বরে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সাবেক এমপি মমতাজ উদ্দিনের পুত্র শামীম আহমেদ সাগর, লালপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এসকেন্দার মীর্জা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক প্রমুখ।
এছাড়াও সকালে উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহক আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার, লালপুর থানা অফিসার ইনচার্জ ফজলুর রহমান, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, গোপালপুর পৌর মেয়র রোকসানা মোর্রতজা লিলি প্রমূখ।
পোরশা
পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, পোরশায় উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, থানা পুলিশ, আনসার, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করেছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর মুরালে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও নাজমুল হামিদ রেজা। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন, অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলীসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর উপজেলা চত্বর থেকে একটি বর্ন্যাঢ্য রালী বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। পরে নিতপুর সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিব উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, দিবসটি পালনে উপজেলা প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠান দিনভর নানা কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল কেক কাটা, দোয়া মালফিল, আলোচনা সভা, শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর মূরালে পুস্পস্তাবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ। উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভ’মি) মঞ্জুরুল আলম, ওসি হুমায়ন কবীর, প্রমূখ। আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্বরে ৭ দিন ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার উদ্বোধন করেন অতিথিরা।
মান্দা
মান্দা (নওগাঁ) প্রতিনিধি জানান, মান্দায় প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী, কেককাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ইউএনও আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক অ্যাড. নাহিদ মোর্শেদ বাবু, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান, বীরমুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মান্নান, আফছার আলী মন্ডল ও খোদাবক্স মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ শাহ আলম, শিক্ষার্থী সিয়াম আলী রোজ প্রমূখ। এর আগে স্বাধীনতার সূর্বণ জয়ন্তি উপলক্ষে পরিষদ চত্বরে সপ্তাহব্যাপি আয়োজিত মেলার উদ্বোধন করা হয়। মেলায় বিভিন্ন দপ্তরের ৩৩ ষ্টল অংশ নিয়েছে। এছাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।
রাণীনগর
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি জানান, রাণীনগরে ১০২ পাউন্ড কেক কেটে দিবসটির সূচনা করেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। অন্যান্য কর্মসূচির মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, র্যালী ও আলোচনা সভা। উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, রাণীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার শাহিন আকন্দ, সিনিয়র মৎস্য অফিসার শিল্পী রায়, প্রকল্প বাস্তবায়ন অফিসার মেহেদী হাসান।
পত্নীতলা
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি জানান, পত্নীতলায় উপজেলা প্রসাশনের আয়োজনে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশেষ মুনাজাত ও মিষ্টি বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন সরকার এর সভাপতিত্বে কেক কেটে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গাফ্ফার, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম খালিদ সাইফুল্লাহ, আরএমও ডা. দেবাশীষ রায়, থানার ওসি শামসুল আলম শাহ্, নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, ভাইস চেয়ারম্যান আবদুল আহাদ প্রমূখ।
ভোলাহাট
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা, উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা হয়। পর্যায়ক্রমে শিশু সমাবেশ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ। শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী, অফিসার ইনচার্জ মাবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নবনিরর্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল হকসহ অন্যরা।
গোমস্তাপুর
গোমস্তাপুর (চাপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, আলোচনা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন কর হয়। উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন গোমস্তাপুর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও সকল শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা চত্বরে এসে ইউএনও আসমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় মিলিত হয়। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, ওসি দিলীপ কুমার দাস ও সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
শিবগঞ্জ
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, শিবগঞ্জে মুজিব মুর্যালে পুষ্পমাল্য অপর্ণ করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এরপর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদসহ সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অপর্ণ করেন। পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলার রশিদ সনুসহ অন্যরা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো জানায়, চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু মঞ্চে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খান। পরে পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রাকিব, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, জেলা দায়রা জজ আদালত, চীফ জুডিশিয়াল আদালত, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠন। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে শিশু সমাবেশের কেক কেটে দিবসটি পালন করেন।
অপরদিকে জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর কেক কাটেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ। পরে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
নওগাঁ
নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁয় স্বাধীনতার সূবর্ন জয়ন্তী উদ্যাপন উপলক্ষে সপ্তাহব্যপী মুক্তির উৎসব ও স্বাধীনতার সূবর্নজয়ন্তী মেলার আয়োজন করা হয়েছে। শহরের ”এটিম” মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, পৌরসভা, জেলা প্রেসক্লাবসহ সকল সরকারী-আধা সরকারী, বেসরকারী, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়াসহ বিভিন্ন সরকারী কর্মকর্তবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রধানগণ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পস্তবক অর্পন করেন।
পাবনা
পাবনা প্রতিনিধি জানান, পাবনায় জেলা আ’লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স,পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লালসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সর্ংগঠনের নেতাকর্মীরা। জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে কেক কাটা, মিস্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অন্যদিকে জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, জেলা পরিষদসহ বিভিন্ন সরকারী বে-সরকারী অফিস ও বিভিন্ন শিক্ষা, সামজিক ও সাংস্কৃতিক সংগঠন। এছাড়াও দিবসের তাৎপর্য নিয়ে জেলা প্রশাসক, জেলা আওয়ামী কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
বড়গাছী ইউপি
পবার বড়গাছী ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। ইউপি চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, কেককাটা, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বড়গাছী ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসাইন সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য ও পবা উপজেলা যুবলীগ সভাপতি এমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন বড়গাছী আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আব্দুল গাফ্ফার, সাধারণ সম্পাদক আজাহার আলী তালুকদার, বড়গাছী ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মনছুর রহমান ও জিয়াউর রহমান প্রমুখ।
রাজশাহী পল্লী বিদ্যুৎ
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ডিজিএম সদর কারিগরী শামীম পারভেজ, এজিএম এ্যাডমিন আব্দুল খালেক, এজিএম সদস্য সেবা শরিফুল ইসলাম, এজিএম ইএন্ডসি এস এম মেহেদী হাসান প্রমুখ।