ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৫:০২ অপরাহ্ন

যুবমৈত্রীর নেতা পান্নার ভাইয়ের মৃত্যুতে এমপি বাদশার শোক

  • আপডেট: Saturday, December 17, 2022 - 6:08 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ যুবমৈত্রীর রাজশাহী জেলা কমিটির সভাপতি মনিরুদ্দীন পান্নার ভাই নাসির উদ্দিন আহমেদ মানিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

শনিবার বিকালে এক শোক বার্তায় এমপি ফজলে হোসেন বাদশা নাসির উদ্দিনের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এদিকে আরেক শোক বার্তায় মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, মহানগর যুবমৈত্রীর সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, সাধারণ সম্পাদক শামীম ইমতিয়াজ, জেলা যুবমৈত্রীর সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম পান্নার ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।

সোনালী/জগদীশ রবিদাস