ঢাকা | নভেম্বর ১৮, ২০২৪ - ৮:২০ পূর্বাহ্ন

আলোর মিছিলে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

  • আপডেট: Wednesday, December 14, 2022 - 11:02 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আলোর মিছিলে স্মরণ করা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। বুদ্ধিজীবী দিবসে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বের করা হয় আলোর মিছিল। জিরোপয়েন্টের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি রাজশাহী কলেজ শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সেখানে শহীদ বেদিতে প্রজ্বলিত মোমবাতি রেখে ও পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা জানান মহানগর আওয়ামী লীগের নেতারা। পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি মাহ্ফুজল আলম লোটন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডা. তবিবুর রহমান শেখ, বদরুজ্জামান খায়ের, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আসাদুজ্জামান আজাদ, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আসলাম সরকার, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কৃষি সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, আইন সম্পাদক অ্যাড. মুসাব্বিরুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মকিদুজ্জামান জুরাত, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সাংস্কৃতিক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. ফ ম আ জাহিদ, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম।

আরো উপস্থিত ছিলেন, রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, মহানগর কৃষক লীগের সভাপতি রহমতউল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক সাকের হোসেন বাবু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, মহানগর মহিলা লীগের সভাপতি সালমা রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, মহানগর ছাত্রলীগের সভাপাতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, মহানগর তাঁতী লীগের সভাপতি আনিসুর রহমান আনার, সাধারণ সম্পাদক মোকসেদ-উল-আলম সুমন প্রমুখ।

সোনালী/জগদীশ রবিদাস