প্যাকেজ ছাড়া বই না বেচায় জরিমানা
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর চারটি বইয়ের দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর মনিচত্বর এলাকা ও সমবায় মার্কেটে অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী এ অভিযান চালান।
প্যাকেজ ছাড়া বই না বেচা এবং অতিরিক্ত মূল্য আদায় করার অভিযোগে অভিযানে মোট চারটি দোকানকে জরিমানা করা হয়। কর্মকর্তারা ক্রেতা সেজে বই কিনতে গিয়ে এ অভিযান চালান। অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক হাসান-আল-মারুফ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আশিক লাইব্রেরী, বিসমিল্লাহ লাইব্রেরী এবং বই কুঞ্জ লাইব্রেরী এইচএসসি প্রথম বর্ষের বই প্যাকেজ ছাড়া বিক্রি করছিলেন না। তাই এ তিন লাইব্রেরীকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া এইচএসসি প্রথম বর্ষের বইয়ে লেখা মূল্যের চেয়ে অতিরিক্ত দাম আদায় করায় বই বিচিত্রা লাইব্রেরীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান হাসান-আল-মারুফ।