ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৫:৪৬ অপরাহ্ন

রামেক হাসপাতালে ৬০ জন ডেঙ্গু রোগী, ৩৪ জন ঈশ্বরদীর

  • আপডেট: Saturday, October 15, 2022 - 10:36 pm

স্টাফ রিপোর্টার: বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ৬০ রোগী চিকিৎসাধীন। এদের মধ্যে ৩৪ জনই পাবনার ঈশ্বরদী উপজেলার। তারা রূপপুর পারমানবিক কেন্দ্রের ওয়ার্কিং জোন থেকে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে সংশ্লিষ্টদের ধারণা।

রামেক পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, হাসপাতালে ১৯৮ জন ডেঙ্গু রোগী ছিলেন। এরমধ্যে ১৩৭ জন ছাড়পত্র পেয়েছেন। একজন মারা গেছেন।

বর্তমানে হাসপাতালের মেডিসিন বিভাগের ১৩ নম্বর ওয়ার্ডে ৬০ জন ভর্তি রয়েছেন। এরমধ্যে আটজন নারী ও ৫২ জন পুরুষ। এদের মধ্যে পাবনার ঈশ্বরদী উপজেলার ৩৪ জন, রাজশাহীর ৯ জন, নাটোরের ৯ জন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নওগাঁর তিনজন ও কুষ্টিয়ার দুজন।

ঈশ্বরদীর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খাঁন বলেন, আমাদের হাসপাতালে বর্তমান ডেঙ্গু রোগী রয়েছেন ১৮ জন। নতুন ভর্তি হয়েছেন আটজন, বাকি ১০ জন আগের।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, আগের তুলনায় ডেঙ্গু পরিস্থিতি খারাপ। বেশিরভাগ রোগী রূপপুর পারমানবিক কেন্দ্র ও এর আশপাশের এলাকার।