ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের ঘটনায় ৩ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক: ক্রিমিয়ান উপদ্বীপকে রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে সংযোগকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ কের্চ সেতুতে ট্রাক বিস্ফোরণে এ পর্যন্ত তিনজনের মৃতদেহ পাওয়া গেছে। রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি এই তথ্য জানিয়েছে।
কমিটি এক বিবৃতিতে বলেছে, নিহতরা বিস্ফোরিত ট্রাকের কাছে থাকা একটি গাড়ির যাত্রী বলে ধারণা করা হচ্ছে। নিহতের মৃতদেহ,দুইজন পুরুষ ও একজন নারী। ইতিমধ্যেই পানি থেকে উদ্ধার করা হয়েছে এবং তাদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে।
তদন্তকারীরা রাশিয়ার দক্ষিণ ক্রাসনোদর অঞ্চলে নিবন্ধিত ট্রাক এবং এর মালিকের বিবরণও প্রতিষ্ঠা করেছে এবং তার আবাসস্থল অনুসন্ধান শুরু করেছে।
এরআগে, রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় ভোর ৬টা ৭ মিনিটে একটি মালবাহী ট্রাকে বিস্ফোরণ ঘটে, এতে ক্রিমিয়ার পথে থাকা একটি ট্রেনের জ্বালানিবাহী সাতটি ট্যাংকার ওয়াগনে আগুন ধরে যায়। তবে আগুন নিভিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার জরুরি মন্ত্রণালয়।
ক্রিমিয়ার গভর্নর সের্জেই আকসাইওনোভ বলেছেন, এ ঘটনায় সড়ক সেতুর দুটি অংশ আংশিক ধসে পড়েছে। তবে সড়ক সেতুটির একপাশের অংশ অক্ষত রয়েছে, কিন্তু ক্ষতি পর্যালোচনার জন্য যান চলাচল বন্ধ রাখা হয়েছে।