ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৪:১৯ পূর্বাহ্ন

আহত যুবমৈত্রীর নেতার পাশে ওয়ার্কার্স পার্টির নেতা দেবু

  • আপডেট: Friday, October 7, 2022 - 11:19 pm

 

স্টাফ রিপোর্টার: সন্ত্রাসী হামলায় আহত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ১ নম্বর ওয়ার্ড ওয়ার্কার্স পার্টির সদস্য ও যুবমৈত্রীর মহানগর নেতা ওয়াদুদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু। বর্তমানে তিনি গুরুত্বর আহত অবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গত ২৬ সেপ্টেম্বর যুবনেতা ওয়াদুদের ওপর হামলা চালায় একদল সন্ত্রাসী। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। শাহিনের ছোট ভাই রায়হান শেখ এ অভিযোগ করেছে।

শুক্রবার নগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু হাসপাতালে গিয়ে ওয়াদুদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং তার সুস্থতা কামনা করেছেন। এসময় তার সাথে ছিলেন মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুল মতিন ও মনিরুদ্দিন পান্না।