ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:১২ পূর্বাহ্ন

দুই মোটরসাইকেলের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

  • আপডেট: Friday, October 7, 2022 - 11:17 pm

 

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার বড়াইল উচ্চ বিদ্যালয়ে সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেনÑ নওগাঁ জেলার সাপাহার উপজেলার রামপুর গ্রামের মোজাফফরের ছেলে হেলাল উদ্দিন (৩৫)। তার নগরীর সাগরপাড়া এলাকায় সাথী ফার্মেসি নামের একটি ঔষধের দোকান আছে। তিনি শিরোইল শান্তিবাগের বাসিন্দা।

এ ঘটনায় গুরুত্বর আহত আরেক ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তি হলেনÑ বাগমারা উপজেলার বামনিগ্রামের শাকিম উদ্দিনের ছেলে আনারুল ইসলাম (৩৮)।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, নওগাঁ থেকে রাজশাহী যাওয়ার পথে রাজশাহী থেকে নওগাঁ যাওয়ার পথে দুই মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে দায়িত্বে থাকা চিকিৎসক তাদের একজনকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, একটি ইউডি মামলা করা হবে। পরিবার থেকে অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।