ঢাকা | নভেম্বর ১৯, ২০২৪ - ৩:২৫ পূর্বাহ্ন

দুই ট্রেনের ১৯৭ যাত্রীকে জরিমানা

  • আপডেট: Friday, October 7, 2022 - 11:15 pm

স্টাফ রিপোর্টার: বিনা টিকিটে ভ্রমণ করায় দুই আন্তনগর ট্রেনের ১৯৭ যাত্রীকে জরিমানা করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২৩ হাজার ৩৪০ টাকা জরিমানা আদায় করা হয়।

গত বৃহস্পতিবার ও শুক্রবার পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার অভিযান চালিয়ে সাগড়দাঁড়ি এক্সপ্রেস ও ঢালারচর এক্সপ্রেসে অভিযান পরিচালনা করেন।

অসীম কুমার তালুকদার জানান, বৃহস্পতিবার খুলনা থেকে দাপ্তরিক কাজে পাকশী পর্যন্ত সাগড়দাঁড়ি এক্সপ্রেসে অভিযান চালানো হয়। ট্রেনে ১৬৫ জন যাত্রী বিনা টিকিটে ভ্রমণ করছিলেন। তাদের কাছ থেকে ১৯ হাজার ৬৪০ টাকা জরিমানা আদায় করা হয়। শুক্রবার পাকশী থেকে ঢালারচর এক্সপ্রেসে অভিযান চালানো হয়। ট্রেনটিতে বিনা টিকিটে সফররতো ৩২ যাত্রীকে পাওয়া যায়। এদের কাছ থেকে টিকিটের ভাড়াসহ ৩ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আদায়কৃত জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।