ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:৪৬ অপরাহ্ন

বিদেশি আগ্নেয়াস্ত্র-গুলি-বিস্ফোরকসহ তিন ‘সন্ত্রাসী’ গ্রেপ্তার

  • আপডেট: Friday, October 7, 2022 - 11:08 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে চারটি বিদেশি রিভলবার, তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও বোমা তৈরীর সরঞ্জাম ও বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ তিন ‘সন্ত্রাসীকে’ গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে মহানগরীর কাটাখালী থানার কাপাশিয়া পাহাড়পুর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৫ এর রাজশাহীর পিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এসব আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকদ্রব্যসহ তাদেরকে গ্রেপ্তার করে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় র‌্যাব-৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক (সিইও) লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- কাটাখালীর কাপাশিয়ার পাহাড়পুর এলাকার আব্দুল মতিনের ছেলে আতিকুর রহমান ওরফে আতিক (৩৫), তার সহযোগী নগরীর চরকাজলা এলাকার ঝড়ু মিয়ার ছেলে মো. শাহীন আলী (২৫) এবং নগরীর ধরমপুর পূর্বপাড়া এলাকার নেকছার আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (২৬)।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, র‌্যাবের চৌকস দল কাপাশিয়া এলাকার স্বাধীনতাবিরোধী একটি সন্ত্রাসী গোষ্ঠীর সক্রিয় সদস্য আতিকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তারকৃত আতিক এসব অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি, বিস্ফোরকদ্রব্য তার মুরগির খামারের পাশের্^ একটি ছোট্ট ঘরে রেখেছিল। ঘরটির ভেতরের দিক কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। পরে গ্রেপ্তারকৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর সে তার মুরগির খামারের পাশের ওই ছোট ঘর ও মুরগির খামার থেকে ৪টি বিদেশি রিভলবার, ৩টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন, ৮ রাউন্ড তাজা গুলি, ৪ রাউন্ড গুলির খোসা, এক কেজি ১০০ গ্রাম গান পাউডার, বোমা বা ককটেল তৈরীর কাজে ব্যবহারের জন্য ৭৫০ গ্রাম ছোট ছোট পাথর, স্পøীন্টার হিসেবে ব্যবহৃত লোহার বল ও তারকাটা, ২টি মোবাইল ও ৪টি সিমকার্ড অস্ত্র ও বিস্ফোরকদ্রব্যগুলো বের করে নিয়ে আসে। এসময় তার মুরগির খামারে রাখা ককটেল ও বোমা তৈরীর বিভিন্ন উপকরণ র‌্যাবের হাতে হস্তান্তর করে।’

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামি আতিকের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তার সহযোগী শাহীন আলী ও শহিদুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে জানায়Ñ সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে রাজশাহী বিশ^বিদ্যালয়ের ছাত্র তানজির (২৭) ও আব্দুর রহিমের (২৮) মাধ্যমে অস্ত্র, গুলি ও বিস্ফোরক দ্রব্যগুলো সরবরাহ করত। এদের মূল টার্গেট রাজশাহী তথা বাংলাদেশের শান্তি- শৃঙ্খলা বিনষ্ট করা। রাবির এই শিক্ষার্থী স্বাধীনতাবিরোধী একটি সংগঠনের সদস্য বলে আমরা জানতে পেরেছি। তাদেরকে ধরতে বিশ^বিদ্যালয়ের পাশর্^বর্তী একটি ছাত্রাবাসে অভিযান চালানো হয়েছিল। কিন্তু তাদেরকে সেখানে পাওয়া যায়নি। তবে তাদেরকে গ্রেপ্তার করতে র‌্যাব অভিযান অব্যাহত রেখেছে। আশা করছি, দ্রুত তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হবো।’