ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৯:৩৪ পূর্বাহ্ন

নিয়ামতপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • আপডেট: Thursday, September 8, 2022 - 11:25 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে এক গৃহবধূকে দিন দুপুরে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে বুধবার দুপুরে উপজেলার হাজিনগর ইউনিয়নের নুরপুর গ্রামে।

এ ঘটনায় ধর্ষক হারুনের (৪৫) বিরুদ্ধে ভুক্তভোগী ওই গৃহবধুর স্বামী থানায় মামলা দায়ের করলে ধর্ষককে আটক করে জেল হাজতে পাঠায় পুলিশ। ধর্ষক হারুন একই গ্রামের মৃত গিয়াস উদ্দীনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই গৃহবধূর স্বামী বাহিরে সাংসারিক কাজ করছিলেন। এ সুযোগে ধর্ষক বাড়ির প্রাচীর ডিঙ্গিয়ে ভিতরে প্রবেশ করে এবং শয়ণ কক্ষে ঘর গোছানোর কাজে ব্যস্ত থাকা ওই জড়িয়ে ধরে ভয়ভীতি প্রদর্শন করে এবং মুখ চেপে ধরে জোর করে ধর্ষণ করে। কোন এক সময় মুখ থেকে ধর্ষকের হাত সরে গেলে গৃহবধূ চিৎকার শুরু করেন।

তার চিৎকারে স্বামী ও পাড়া প্রতিবেশীরা ছুটে আসলে ধর্ষক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে হাতে নাতে ধরে ফেলে। এরপর বিষয়টি ইউপি চেয়ারম্যানকে অবগত করা হয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটক করে নিয়ে যায় ধর্ষক হারুনকে।

ওসি হুমায়ুন কবরি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গৃহবধূর স্বামীর মামলায় ধর্ষককে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।