ঢাকা | নভেম্বর ২৭, ২০২৪ - ১:২৬ অপরাহ্ন

রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধা মায়ের চিকিৎসার ব্যবস্থা

  • আপডেট: Monday, September 5, 2022 - 11:43 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে সন্তান কর্তৃক রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধা মা মর্জিনা বেগমের চিকিৎসা দিয়েছেন স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা।

সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা এস. এম. মাহামুদুর রহমানের নির্দেশে ২৫০ শয্যা জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাহিদ ইসলাম চৌধুরী ও ডা. মাসুম জেলা শহরের বালিগ্রাম মহল্লায় ভাড়া বাড়িতে অবস্থানরত বৃদ্ধার বাসায় যান এবং তার স্বাস্থ্য পরীক্ষা করেন।

স্বাস্থ্য পরীক্ষায় প্রেসারসহ অন্যসব কিছু ভাল পান, তবে তার দেহে পুষ্টির অভাব রয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকের দল প্রয়োজনীয় পরামর্শ এবং বার্ধক্যজনিত রোগের ব্যবস্থাপত্রসহ ওষুধপত্র প্রদান করেন।

সিভিল সার্জন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে দেশে কাউকে অসহায় হিসেবে রাখা যাবে না। আর এ কারণে তার পাশে জেলা প্রশাসনসহ স্বাস্থ্য বিভাগ এসে দাঁড়িয়েছে। এই অসুস্থ বৃদ্ধার নিয়মিত চিকিৎসাসহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হবে।