ঢাকা | নভেম্বর ২৮, ২০২৪ - ৯:৪৫ অপরাহ্ন

অনলাইন জুয়া পরিচালনার দায়ে যুবকের কারাদণ্ড

  • আপডেট: Sunday, September 4, 2022 - 11:35 pm

স্টাফ রিপোর্টার: আইপিএল ও বিপিএলসহ বিভিন্ন খেলা নিয়ে অনলাইনে জুয়া পরিচালনার দায়ে এক যুবকের তিন বছরে কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম শফিকুল ইসলাম (২৫)। নাটোর সদর উপজেলার হযরতপুর ফয়েজ মোড়ে তার বাড়ি।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শফিকুল ইসলাম ইন্টারনেটের মাধ্যমে আইপিএল, বিপিএলসহ অন্যান্য ক্রিকেট খেলা নিয়ে জুয়া খেলতেন এবং অন্যদেরও সহায়তা করতেন। এ অভিযোগে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর নাটোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শফিকুল ইসলামের সামি স্পোর্টস নামে দোকানে অভিযান চালায়।

এ সময় ক্রিকেট জুয়া খেলার নানা আলামতসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে নাটোর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়। পরবর্তীতে পুলিশ শফিকুলকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিলে আদালতে বিচার শুরু হয়। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করলেন।

আইনজীবী আরও জানান, রায় ঘোষণার সময় আসামি শফিকুল ইসলাম আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।