ঢাকা | মে ১৩, ২০২৫ - ৪:৪৬ পূর্বাহ্ন

রাবিতে উচ্ছেদ হলো অবৈধ ৫০ দোকান

  • আপডেট: Saturday, August 27, 2022 - 11:33 pm

 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষায় ক্যাম্পাসের অভ্যন্তরে যত্রতত্র অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৫০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। শনিবার দুপুর ১টা থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এক বিশেষ অভিযানে এসব দোকান উচ্ছেদ করা হয়।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, ইবলিশ চত্বর, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ অ্যাকাডেমিক ভবন, ড. মমজতাজ উদ্দিন আহমদ অ্যাকাডেমিক ভবনের সামনে অবৈধভাবে অবস্থিত প্রায় ৫০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। একই সাথে বিভিন্ন দোকানে বিশ্ববিদ্যালয় থেকে নেয়া অবৈধ বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক ও প্রক্টরিয়াল টিম, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, এস্টেট দপ্তরের সহকারী রেজিস্ট্রার জাহিদুল ইসলাম প্রমূখ। এস্টেট দপ্তরের সহকারী রেজিস্ট্রার জাহিদুল ইসলাম বলেন, ক্যাম্পাসের যত্রতত্র অবৈধ দোকান সরিয়ে নিতে তিন দিন সময় বেধে বিজ্ঞপ্তি দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু দোকানদাররা নির্দেশনা না মানায় এসব দোকান উচ্ছেদ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, ক্যাম্পাসকে সাজানো-গুছানো রাখার পাশাপাশি পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে যত্রতত্র অবস্থিত দোকান উচ্ছেদ করা হচ্ছে। কেননা সম্প্রতি এসব ভাসমান অবৈধ দোকান ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করছে। তাই এসব দোকান সরিয়ে দেয়ার জন্য তিন দিন সময় দেয়া হয়েছিল, কিন্তু তারা নির্দেশ না মানায় উচ্ছেদ করা হয়েছে।

তিনি আরও বলেন, ক্যাম্পাসের সৌন্দর্য সংরক্ষণে দোকানপাঠ বসানোর বিভিন্ন পয়েন্ট নির্ধারণের পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্ধারিত সেই জায়গাতেই বৈধভাবে দোকানপাঠ বসানোর সুযোগ দেয়া হবে।

এর আগে, গত ২১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসের যত্রতত্র অবৈধভাবে অবস্থিত সব দোকান সরিয়ে নিতে তিন দিন সময় দেয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে সরিয়ে না নিলে উচ্ছেদের কথা জানানো হয়েছিল।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS