ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ২:১৩ অপরাহ্ন

দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট: Saturday, August 27, 2022 - 11:30 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে দুই কেজি গাঁজাসহ এÝক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।ল শনিবার বেলা ১১টার দিকে রাজশাহীর পবা থানার শাহপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর নাম সোহাগ হোসেন (৩২)। তার বাড়ি নওগাঁর মান্দা উপজেলার চৌজা উত্তরপাড়া গ্রামে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।