ঢাকা | জানুয়ারী ৩, ২০২৫ - ৯:৩৮ পূর্বাহ্ন

আহত স্কুলশিক্ষককে দেখতে হাসপাতালে ওয়ার্কার্স পার্টির নেতা দেবু

  • আপডেট: Saturday, August 27, 2022 - 11:29 pm

স্টাফ রিপোর্টার: সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত স্কুলশিক্ষককে হাসপাতালে দেখতে গেছেন নগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু।  শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চার নম্বর ওয়ার্ডে তাকে দেখতে যান তিনি।

আহত স্কুলশিক্ষকের নাম মনিরুজ্জামান বকুল (৫৫)। তিনি হড়গ্রাম নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এছাড়াও ওয়ার্কার্স পার্টির দুই নম্বর ওয়ার্ড কমিটির সদস্য তিনি। গত বৃহস্পতিবার অফিসের কাজ শেষে মোটরসাইকেল নিয়ে স্কুলে ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় গুরুত্বর আহত হন তিনি। এসময় তার সাথে ছিলেন ঠাকুরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আলী। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তাদের আইসিইউতে পাঠানো হয়।

সেখানে তাদের শারীরিক উন্নতি হলে চার নাম্বার ওয়ার্ডে পাঠানো হয়েছে। ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু হাসপাতালে গিয়ে তাদের চিকিৎসার খোঁজখবর নেন ও দ্রুত সুস্থ হয়ে শিক্ষকতায় ফেরার আশাও করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির নগর সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুল মতিন ও শ্রমিক নেতা বিশু শেখ।