নগর আওয়ামী লীগ আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম প্রয়াণ দিবস এবং শোকাবহ আগস্ট উপলক্ষে রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমি স্কুলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বেলা সাড়ে ৩ টায় স্কুল পর্যায়ে চারটি বিভাগে রাজশাহী মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রতিযোগিতা চলাকালীন উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক কামার উল্লাহ সরকার, সহ প্রচার সম্পাদক পংকজ দে, নির্বাহী সদস্য ইসমাইল হোসেন, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর সভাপতি নিতাই কুমার সরকার, ভোর হলোর সাধারণ সম্পাদক রিয়াফিল হাসান প্রমুখ।
শনিবার ফলাফল ঘোষণা করা হবে এবং যারা পুরস্কৃত হবেন তাদেরকে ৩১ আগস্ট বিকাল ৫টায় সি এন্ড বি মোড়ে এএইচএম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনে পুরুস্কার প্রদান করা হবে।