বাগমারায় গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্নহত্যা
বাগমারা প্রতিনিধি: চিকিৎসার অভাবে বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নের শালজোড় গ্রামের অজিত কুমার নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন। থানার ওসি রবিউল ইসলাম শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা গেছে, অজিত কুমারের কোন পুত্র সন্তান না থাকায় তার সব জমিজমা সম্প্রতি তার দুই মেয়েকে রেজিস্ট্রি করে দেন। এরপর থেকেই তিনি চরম অভাব অনটনে পড়েন। এর মধ্যে গত কয়েক দিন তিনি হঠাৎ স্ট্রোক করেন।
তার প্রতিবেশি গোবিন্দপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান বিজন সরকার জানান, অভাব অনটনের কারণে ঠিকমতো চিকিৎসা নিতে না পারায় বৃহস্পতিবার রাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে সে আত্নহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।